গাইবান্ধার খোর্দ্দ মালিবাড়ীতে ফতোয়াবাজদের ফতোয়ায় অবরুদ্ধ হয়ে আছনে নয়া মিয়া (৪০) ও তার স্ত্রী জানারা বেগম (৩৫)। ফলে ওই পরিবার ঘরের বাইরে যেতে পারছে না। ফতোয়া বাজদের প্রভাবে ভয়ে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ বা কথা বার্তা এলাকার সবাই বন্ধ করে দিয়েছেন। এ দিকে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতে ফতোয়া দেওয়ার অভিযোগে পুলিশ আমির হোসেন(৪৮), কাজল (৭০) এবং মোজাম্মেল (৪০) নামে ৩ জনকে পুলিশ গ্রেফতার। নয়া মিয়া জানান, ১০/১২ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর সংসার জীবনে তাদের ২টি সন্তান রয়েছে। পারিবারিক কহলের জেরে গত রমজানের আমি তাকে তালাক দেই। তালাকরে পর আমরা ভুল বুঝতে পেরে আমরা ১ নভেম্বর গাইবান্ধা নোটারি পাবলিকের মাধ্যমে এভিডডেফিটের মাধ্যমে আবার আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হই। এরপর স্থানীয় মোম্মেল, মমছেল,মোজাফ্ফার,কাজল, রহিমা,রিয়াজ হোসেন, আমীর, দুদু ম,ুন্সিসহ স্থানীয় মাতবব্বরা শালিশ বৈঠাকে আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করেন। এবং ওই শালিশে আমার বয়স্ক শাশুড়িকে কান ধরে ওঠ বস করে তওবা পড়ান। এরপরও তারা ক্ষ্যান্ত না হয়ে গত শুক্রবার জুম্মার নামাজ শেষে বৈঠাকের নামে আমাদের একঘরে করে রাখে। এ প্রসঙ্গে স্থানীয় ইউনিয়ানের চেয়ারম্যান বাদলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেন। এ ব্যাপারে স্থানীয় মাতবব্বরদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বাকার করে বলেন, খবর পেয়ে আমার নির্দেশে ওই রাতেই ঝটিকা অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেফতার করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম/গাইবান্ধা