ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি ::

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুল চিকিৎসায তানিয়া বেগম (২৪) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। গত সোমবার দুপুরে শহরের সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে এই ঘটনা ঘটে। তানিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা (পলুপাড়া) গ্রামের আবু সাঈদের কন্যা এবং একই গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী। এদিকে এই ঘটনার সাথে জড়িত ডাক্তার সহ সংশ্লিষ্ট সকলের বিচার দাবীতে গত সোমবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করে পরিবারটি। এ ব্যাপারে ডাঃ মশিউর রহমান ও গাইনী চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমাকের আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মৃত তানিয়ার মা ও তার পরিবারের লোকজন জানায় তানিয়ার প্রসব বেদনা উঠলে তাকে বেলা সাড়ে ১২টার
দিকে সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে নিয়ে আসে। সেখানে ডাক্তার পরীক্ষা- নিরীক্ষা করে সুস্থ থাকায় তাকে সিজার করা জন্য অপারেশন রুমে নিয়ে যায়।

সিজারের করার কিছুক্ষণ পরওই হাসাপাতাল থেকে জানান হয় তার রোগী অবস্থা ভাল না উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে নিতে হবে। কথা মত তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্ত, রোগী এ্যাম্বুলেন্সে তোলার সময় দেখা যায় রোগী মারা গেছে। ডাক্তারকে রোগী মারা যাওয়ার কারণ জানতে চাইলে কোন কিছু না জানিয়ে ডাক্তার
নার্স সহ একে একে সবাই হাসপাতাল থেকে সটকে পরে। আমি এর বিচার চাই।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাস জানান রোগী মৃত্যুর ঘটনায় তার পিতা আবু সাঈদ
বাদি হয়ে ২ ডাক্তারকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here