গাইবান্ধা শহরের কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের টাকা তোলার সময় মোমবার রাতে ২ জ্বিনের বাদশাকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন কায়েদ হাসান লিয়ন চৌধুরী (২০) এবং আজাদুল হক বাদল (৩২)। তাদের বাড়ী গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়ানের বোয়ালীয়া গ্রামে। গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ জানান, গ্রেফতারকৃত ওই ২ ব্যক্তি জ্বিনের বাদশা সেজে ধর্মীয় অনুভুতি কাজে লাগিয়ে মানুষকে নানান ভাবে প্রতারণা করে আসছিল। সমপ্রতি তারা মুন্সিগঞ্জ জেলার শাহারুল ইসলাম নামে এক ব্যক্তিকে অঢেল ধন সস্পত্তির মালিক বানানোর প্রলোভন দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৭৫ হাজার টাকা পাঠাতে বললে তার কথা মতো টাকা পাঠায় । সেই টাকা সোমবার কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসে ওই ২ প্রতারক টাকা তুলতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা