গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গাইবান্ধা-পাঁচপীর সড়কে শনিবার সন্ধ্যায় ভটভটির চাপায় আয়সা খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করানো হয়। এ সময় বিক্ষুব্দ জনতা দুর্ঘটনা কবলিত ভটভটি অগ্নিসংযোগ করে।
সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর থেকে পাঁচপীরগামী যাত্রীবাহী ভটভটি কামারপাড়া এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের সময় আয়সাকে চাপা দলিেই ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম/গাইবান্ধা