গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় সড়ক দূর্ঘটনায় উপজেলার দক্ষিণ শ্রীবাড়ি গ্রামের আমেনা আক্তার (১৮) নিহত হন এবং ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন-সানোয়ার হোসেন (৪১),তার স্ত্রী হ্যাপি বেগম (৩৬), মেয়ে জেনিন (১৩) ও ছেলে অয়ন (১০) আহতদের বগুড়া সামসুনাহার ক্লিনিকে ভর্তি করা হয়।
দুপুরে রংপুর বগুড়া মহাসড়কের ফাঁসিতলা এলাকায় ঢাকা থেকে রংপুর গামী ট্রাভেলস নিহিত আমেনাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছের সঙ্গে ধাক্কা খেলে ৫ যাত্রী আহত হয়। আপর দিকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট গোসাইজানি ব্রিজের কাছে রোববার বিকালে বাসের ধাক্কায় উপজেলার চকনদী গ্রামের আনছার আলীর ছেলে মশিউর রহমান (১২) নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা