গাইবান্ধার সদর উপজেলায় মোক্তার হোসেন (৭৫) এবং সাঘাটায় আশরাফ আলী (২৭) নামের ২ ব্যক্তি পৃথক ঘটনায় বুধবার রাতে খুন হয়েছেন। তাদের মধ্যে আশরাফ আলীর লাশ বৃহস্পতিবার সকালে তেলিয়ান গ্রামে কালপানি সেতুর নিচ থেকে পুলিশ উদ্ধার করে। তিনি উপজেলার গোবিন্দি গ্রামের তছির উদ্দিনের ছেলে। অপরদিকে সদর উপজেলার পশ্চিম বাটিকামারী গ্রামের বুধবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জের ধরে মিলন মিয়া (২৮) নামের এক ব্যক্তি তার স্ত্রী মনিকা বেগমকে মারতে গেলে এ সময় তার নানা মোক্তার হোসেন বাধা দিলে তার মাথায় কোদাল দিয়ে আঘাত করে। মিলন মিয়া কোদালের আঘাত থেকে নানাকে বাঁচতে গিয়ে বড় ভাই করিম মিয়া (৩৩) ও তার স্ত্রী মুন্নি বেগম (২৬) ও নানা মোক্তার হোসেন (৭৫) আহত হন । গুরুতর অবস্থায় মোক্তার হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোক্তার হোসেন মারা যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা