রংপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান-পাড়া এলাকার রোববার সকালে সড়ক দূঘর্টনায় বগুড়ার তেলিকপাড়া গ্রামের জব্বারের পুত্র খোকন (২৬) ঘটনাস’লেই নিহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়েন উদ্দিন জানান, রোববার সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে খোকন পলাশবাড়ী থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পান-াপাড়ায় পৌঁছিলে একটি ট্রলি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে খোকন ঘটনাস’লেই নিহত হন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস’লে গিয়ে লাশ উদ্ধার করে তদনে-র জন্য গাইবান্ধা অধূনিক হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
মো: ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা