জুনিয়ার স্কুল সার্ঠিফিকেট (জেএসসি) পরীক্ষায় রোববার গাইবান্ধার সাদুল্যাপুর থেকে ১০ জন বদলী পরীক্ষার্থীসহ ২ জন সহকারী শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। রোববার উপজেলার হিঙ্গারপাড়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। আটক ২ শিক্ষক হলেন উপজেলার উত্তর ফরিদপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক মোস্তাফিজার রহমান ও গোবিন্দ রায় দেবোত্তর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ধমীয় শিক্ষক শাহনুর ইসলাম। হিঙ্গারপাড়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ আমিরুল ইসলাম জানান. রোববার গনিত বিষয়ের পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা ওই কেন্দ্রে আসেন। ফরিদপুর নি ম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন এবং গোবিন্দ রায় দেবোত্তর নিম্ন বিদ্যালয়ের ৪ জন বদলি পরীক্ষার্থীকে আটক করেন। পরে তাদর স্বীকাররোক্তি অনুযায়ী, ওই ২ শিক্ষককে আটক করে সাদুল্যাপুর থানায় সোপর্দ করা হয়। আটক বদলি পরীক্ষার্থীরা হচ্ছেন- সাদুল্যাপুর গার্লস কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী শিমু খাতুন (১৮), গাইবান্ধা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী মৌ (১৮), ধাপেরহাট শাহ আজগর আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র লুৎফর রহমান(১৮), আলিম ক্লাসের শিক্ষাথী জান্নাতি খাতুন(১৮), পলাশবাড়ী মহিলা কলেজের প্রথম কলেজের প্রথম বর্ষের ছাত্রী বর্ণিতা আক্তার (১৮),একই কলেজের প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার (১৮), মহিপুর বাজার বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রোজী খাতুন (১৩), একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আদুরি আক্তার (১৩-), দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মুন্নি খাতুন (১৪) এবং একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রোজিনা খাতুন(১৪) এরা ছবি পাল্টিয়ে এবং বিভিন্নভাবে কৌশল অবরম্বন করে বদলি পরীক্ষা দিচ্ছিলেন। এ ঘটনার পরই ওই দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষরা আত্নগোপন করেছেন।  কেন্দ্র সচিব অধ্যক্ষ আমিরুল ইসলাম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি মামলা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, ওই বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here