গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি দলীয় সমার্থক সন্ত্রাসী ডি ডাবিউ ডিগ্রী কলেজের অফিস কক্ষ ভাংচুর, অধ্যক্ষকে মারপিট ও লাঞ্চিত করার ঘটনার প্রতিবাদে  কলেজের ছাত্র/ছাত্রীরা শনিবার কলেজ ক্যাম্পাসে আহুত একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ করেছেন, গত ১২ নভেম্বর কলেজে হামলার ঘটনায় ৪ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায়  মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করছেনা। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উক্ত বিদ্যালয়ে গভনিং বডিতে আব্দুল মজিদের সদস্য দেয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের মদদে গত ১২ নভেম্বর একদল সন্ত্রাসী কলেজের অধ্যক্ষের উপর চড়াও হয়। অধ্যক্ষ মোঃ বজলুল হুদা জানান, স্থানীয় সংসদ সদস্য ও গভনিং বডির সভাপতি ডা. আব্দুল কাদের খানের ডিও লেটারের ভিত্তিতেই আব্দুল মজিদকে সদস্য মনোনিত করা হয়েছে। এত মঞ্জুরুল হক, বাদল, হজরত আলী সহ কয়েক জন  সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে মারপিট করে। এবং অফিসের আসবাব পত্র ভাংচুর করে। এ ব্যাপারে ১৩ নভেম্বর  থানায় মামলা করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি। ফলে আসামীরা বেপরোয়া হয়ে  উঠেছে। শনিবার দু,পক্ষ মিছিল সমাবেশের উদ্যোগ নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশংকায় পুলিশ উভায়পক্ষের ওই কর্মসূচী পালন করতে দেয়নি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম/গাইবান্ধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here