গাইবান্ধার আহম্মাদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্যেণীর ছাত্র বি.কে বিপুল সরকার (১৪) অপহৃত হওয়ার ৮০ দিন পর সিলেটের কদম তলী থেকে তার পরিবারের লোকজন উদ্ধার করতে সক্ষম হয়। বিপুল সরকার পুলিশ কে জানায় , গত ১০ সেপ্টম্বর গাইবান্ধা শহরের থানাপাড়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার নাকে ঝাঝালো গন্ধের একটি রুমাল দেয়ান পরই সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তার জ্ঞান ফিরলে সে নিজেকে একটি অন্ধকার ঘরে আছ েবলে বুঝতে পারে। এক পর্যায়ে কৌশলে সেখান থেকে ছাড়া পেয়ে রাস্তার ধারে একটি চলন্ত বাসের বাম্টারে উছে পড়ে। গাড়ী কদমতলীতে থামলে সে সেখানে নেমে পড়ে। এরপর একটি ফ্লেক্সিলোড়ের দোকান থেকে মোবাইলে মাকে তার অবস্থান জানায়। পরে তার ভাই জনি মা ফিরোজা বেগম তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা