গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার গভীর রাতে রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ ২ যুবককে আটক করেছে র্যাব এর সদস্যরা। আটককৃতরা হলেন-উপজেলার দশলাল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বুলু মিয়া (২৮) এবং একই গ্রামের আশরাফ আলীর ছেলে সানাউলাহ (২৯)। এ সময় তাদের সহযোগী খাইরুল (৩০) পালিয়ে যায়। এ ব্যপারে র্যাব রংপুর অঞ্চলের ডিএডি মোতালেব হোসেন বাদী হয়ে ওই তিন জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রপত কর্মকর্তা (ওসি) আবু আক্কাসজানান, রোববার রাত ২টার দিকে গোপন সবাদের ভিত্তিতে একটি মাঠ থেকে তাদের আটক করে রংপুর র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে সোমাবার সকালে গোবিন্দগঞ্জ থানায় আটকদের সোপর্দ করে র্যাব।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা