ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি ::
গাইবান্ধা শহরের মেডিকেল মোড় থেকে ৯শ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এসময় রিয়াজ উদ্দিন রাজিব (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া রিয়াজ উদ্দিন রাজিব পিরোজপুর জেলার মাঠবাড়ীয়া উপজেলার বড় হারজী (হাওজী) গ্রামের আব্দুল হকের ছেলে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় গাইবান্ধা শহরের মেডিক্যাল মোড় এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে রাজিবকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার পেটে ইয়াবা আছে বলে সে স্বীকার করে। পরে সদর হাসপাতালে চিকিৎসকের সহযোগিতায় তার পেটে থেকে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত রাজিবকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here