দীর্ঘদিন হেরোইন ব্যবসার পর অবশেষে র্যাবের হাতে আটক হয়েছে মেহেরপুর গাংনী উপজেলার আলোচিত মাদক সম্রাজ্ঞী শিরিন আক্তার ওরফে কনা (৩০)। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ গাংনী ক্যাম্প সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে ১শ পুরিয়া হেরোইন সহ আটক করে। সে গাংনী শহরের হলপাড়ার নাজির হোসেনের মেয়ে এবং খাসমহল গ্রামের মফিজ উদ্দীনের স্ত্রী।
র্যাব-৬ মেহেরপুর গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাজিবুল হাসান জানান, কনা দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইনের ব্যবসা করে আসছিল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার বাড়িতে হেরোইন কেনার জন্য মাদকসেবীদের অবাধ চলাচল ছিল। এলাকার মানুষ কনার অত্যাচারে অতিষ্ট হয়ে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে হেরোইন সহ আটক করা হয়। এদিকে কনা আটকের ঘটনায় এলাকার মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছে। দুপুরেই কনাকে মামলাসহ গাংনী থানায় সোপার্দ করেছে র্যাব।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রামিজ আহসান /মেহেরপুর