সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত ২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ১১টি আইটেমের ফসল, প্রান্তিক কৃষকের মাঝে ১৯ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পটুয়াখালীর উপপরিচালক মোঃ নজরুল ইসলাম বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এসময়ে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পটুয়াখালী জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ খায়রুল ইসলাম মল্লিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, প্রানী সম্পদ অফিসার ডাঃ সজল দাস, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জয়নাল সহ উপজেলার সকল উপ সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার সুফলভোগী প্রান্তিক কৃষক ভাইয়েরা। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান প্রমূখ।
এসময় প্রধান অতিথি উপস্থিত কৃষক ভাইদের উদ্দেশ্যে বলেন, কৃষক হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। ধানের পাশাপাশি রবি মৌসুমে সকল প্রকার ফসল আবাদ বাড়াতে হবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে তা হলেই আমারা কৃষিতে সাফল্য অর্জন করতে পারবো। এসময় প্রধান অতিথি উপজেলার ৯ হাজার ৩৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার তুলে দেন।