সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় এক মাদ্রাসায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪)  ক্লাশ চলাকালীন শিক্ষকসহ ৮জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এতে তাৎক্ষণিক ভাবে ছাত্রী সাবরিনা ও লামিয়া বেশি অসুস্থ হওয়ায় দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। 
জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালীয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসায় মঙ্গলবার ১২টার দিকে গণিত এর শিক্ষক মো. হামিদুল ইসলাম অষ্টম শ্রেণির পাটিগণিত ক্লাশ করার জন্য ক্লাসে প্রবেশ করে। এ সময় ক্লাসে ছাত্র ছাত্রী সংখ্যা ছিল প্রায় ৪৫জন। ক্লাশ করার কিছুক্ষণ পর একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে সাবিনা (১৪), বর্না(১৪) সাবরিনা(১৪), সাকিলা, মারিয়া, লামিয়া  সুমাইয়া ও শিক্ষক মো. হামিদুল ইসলাম হঠাৎ ক্লাসে অসুস্থ হয়ে পড়ে যায়। এতে ওই প্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন।
এ ব্যাপারে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নোমান পারভেজ জানান, ভর্তি হওয়া সাবরিনার রক্তের পরিমাণ অনেক কম আজকের মধ্যে রক্ত দেয়া প্রয়োজন। তবে মাদ্রাসার শ্রেণি কক্ষে দুর্গন্ধ জাতীয় কোন বস্তুর কারণে এ ঘটনা ঘটতে পারে বলে চিকিৎসক আশঙ্কা করেন।
এদিকে কি কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তার সুনির্দিষ্ট কোন কারণ জানা যায় নি এখনো। মাদ্রাসাটি অরক্ষিত সীমানা প্রাচীর না থাকার ফলে যত্রতত্র বহিরাগতদের যাতায়াত রয়েছে সেখানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here