সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় গভীর রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ডাকুয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী গ্রামে ঘটনাটি ঘটে।
হামলায় আহত সেনা সার্জেন্ট (অব:) এর নাম মো. মিজানুর রহমান। ঘটনার সময় তার স্ত্রী মাকসুদা বেগম হামলার শিকার হন।
আহত মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে এক দল সন্ত্রাসী গভীর রাতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে ওই রাতেই গুরুতর আহত অবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. মিজানুর রহমান ২০১৩ সালে চাকরি থেকে অবসরে যাওয়ার পর থেকে বাড়িতেই বসবাস করছেন। পাশাপাশি এলাকায় ব্যবসা করেন। মঙ্গলবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন সন্ত্রাসী হামলা করে।
মিজানুর রহমান বলেন, মো. জাকির, মো. জুয়েল ও মো. সাগর সহ কয়েকজন গভীর রাতে অনধিকার ঘরের ভেতর প্রবেশ করে। এসময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর ও মাথা লক্ষ্য করে কোপ দেয়। এতে তার মাথায় ৬টি সেলাই লাগে। আঘাত গুরুতর ও মাথায় সেলাই লাগার বিষয়টি গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here