
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সাথে গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে সোমবার বেলা ১১ টায় উপজেলার সকল গণমাধ্যম কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সকল সাংবাদ কর্মীদের পরিচয় শেষে, নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের বাস্তবায়ন, আইনশৃঙ্খলা, শিক্ষার উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি সহ স্থানীয় পর্যায়ে পরিবহন, পৌর সদরের প্রধান প্রধান সড়কের শৃঙ্খলা বিষয়ে কাজ করার কথা বলেন।
এ মতবিনিময় সভায় নানা বিষয় নিয়ে মতামত পেশ করেন, দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিনিধি শংকর লাল দাস, ইউনাইটেড নিউজ ২৪এর নিজস্ব প্রতিনিধি সঞ্জিব দাস, প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচাড, সাংবাদিক সোহাগ রহমান, সোহেল আরমান প্রমুখ।
সংবাদ কর্মীদের সাথে সুসম্পর্ক ও উন্নয়ন কর্মকান্ডে ইউএনও সকল সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।