
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় ২৭ লিটার চোলাই মদসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে পৌর এলাকার ফেরিঘাট থেকে গোয়েন্দা বিভাগের এসআই মো. মোস্তাফিজুর রহমান তাদেরকে গ্রেফতার করেন। জেলার কলাপাড়া এলাকা থেকে চোলাই মদ বহন করে গলাচিপা শহরে প্রবেশের পথে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার মৃত বিপুল মন্ডলের ছেলে শুভংকর মন্ডল (২৪) ও আনোয়ার মোল্লার ছেলে রিফাত মোল্লা (২৩)। পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের এসআই মো. মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৭ লিটার চোলাই মদসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছি।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, চোলাই মদসহ গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।