সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্যের আলোকে টেকসই বন ও জীবিকা (SUFAL) প্রকল্পের অর্থায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে ১২ হাজার ১৪৩ টি ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের লক্ষ্যে গলাচিপা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এবং সংগঠনের সদস্যদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। পড়ালেখার পাশাপাশি শিশুরা যাতে গাছের পরিচর্যা ও বৃক্ষরোপণ করতে আগ্রহী হয় এজন্য তাদের প্রত্যেককে ৩টি ফলদ, বনজ ও ভেষজ চারা বিনামূল্যে প্রদান করা হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসব গাছের চারা  বিতরণ করা হয়।এর আগে উপজেলা প্রশাসন ও গলাচিপা রেঞ্জ বন বিভাগ এর আয়োজনে বৈশ্বিক উষ্ণায়নসহ জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব। কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি গাছ লাগাতে উৎসাহ জোগাতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু: সাহিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ( ওসি) শোনিত কুমার গায়েণ, কৃষি কর্মকর্তা আরজু আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামসুদ্দিন শানু ঢালী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, শিক্ষার্থী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। সভা সঞ্চালনা করেন মো: নুরুজ্জামান মিয়া। সার্বিক দ্বায়িত্বে ছিলেন গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here