সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ছয়টি দোকানে জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন মোঃ শাহ শোহাইব মিয়া সহকারী পরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তর পটুয়াখালী ও শুভঙ্কর চন্দ্র দাস সেনেটারি ইন্সপেক্টর গলাচিপা।
এ অভিযানে যে ৬ টি দোকানে জরিমানা করা হয় তা হল, হাফেজ হোটেল ৯ হাজার টাকা, ভাই ভাই সাতক্ষীরা দধি ঘর ২ হাজার ৫০০ টাকা, আব্দুল্লাহ বীজ ভান্ডার ২ হাজার টাকা, নুপুর স্টোর ২ হাজার টাকা, মুকুল ফার্মেসী ৩ হাজার টাকা, পঙ্কজ মেডিকেল হল ৩ হাজার টাকা। এই ছয় দোকানে সর্বমোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এই অভিযান সম্পর্কে মোঃ শাহ শোহাইব মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।