সঞ্জিব দাস, (গলাচিপা) পটুয়াখালী,প্রতিনিধি :: “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১২জুন সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র মৎস অফিসার মোঃ জহিরুন্নবী, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস,থানা প্রতিনিধি এসআই আবদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন সানু ঢালী,ও প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জমির মালিকবৃন্দ।