সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নির্বাচনী প্রচারনা উঠান বৈঠকে নৌকায় ভোট চাইলেন এসএম শাহজাদা।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার পরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়ায় নৌকা মার্কার এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছেন বলেই গলাচিপা উপজেলার মানুষের ভাগ্যমান উন্নয়ন হয়েছে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ আসনে নৌকার পক্ষে ভোট দেয়ার আহবান জানান আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।
উঠান বৈঠকে শত শত মানুষের উপস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সম্ভবনা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহিন শাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা বনিক সমিতির সভাপতি হাজী শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর রশিদ, রেজাউল করিম, কাশিনাথ দত্ত, সরদার মো. শাহ আলম, হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা শাখার সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সমির কৃষ্ণ পাল, কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলিপ বনিক, পূজা উদযাপন পরিষদ গলাচিপা শাখার সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরউদ্দিন হাওলাদার, গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল বশার প্যাদা, নুর ছায়েদ মাতুব্বর, পরেশ দাস, যাদব দাস প্রমুখ।