সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি ::
সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রতিসমূহ অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায়  সংখ্যালঘু সম্প্রদায়ের মশাল মিছিল কমসুুচি পালন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গলাচিপা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আয়োজনে গলাচিপা কালিবাড়ী  চত্বর থেকে মশাল বের করা হয়।মশাল মিছিল টি গলাচিপা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার কালিবাড়ী চত্বরে এসে শেষ হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল দাস , সাধারণ সম্পাদক  শমির কৃষ্ণ পাল  গলাচিপা কেন্দ্রীয় কালি বাড়ির সভাপতি  দিলিপ বনিক সাধারণ সম্পাদক  তাপশ দত্ত,পূজা উজ্জাপন পরিষদের  সভাপতি গোপাল সাহা,সাধারন সম্পাদক সমিত কুমার দত্ত মলয়,পৌরশাখার সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সজ্ঞয় পাল, প্রচার সম্পাদক ও সাংবাদিক  সঞ্জিব দাস,লিটু দাসসহ আরো অনেক।
বক্তরা সরকারের দেয়া প্রতিশতি সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন গঠন,সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনসহ বিভিন্ন দাবি সমুহের দ্রুত বাস্তায়ন দাবি করেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here