সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় ট্রলি ও ট্র্যাক্টর মালিক সমবায় সমিতির অফিসঘর উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় ওয়াপদা কলোনি মাঠ প্রাঙ্গণে গলাচিপা উপজেলা ট্রলি ও ট্রাক্টর মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ হামিদুল্লাহ মাতব্বর এর সভাপতিত্বে নব কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন।
বিশেষ অতিথি ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ ইব্রাহিম দফাদার, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন।
এছাড়াও পরিচিতি সভায় উপস্থিত থাকেন উপজেলা ট্রলি ও ট্র্যাক্টর মালিক সমবায় সমিতির নব কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফেরদাউস মৃধা, কোষাধ্যক্ষ রিয়াজ হাওলাদার, ও সদস্য মোঃ আমির হোসেন,মোজাম্মেল হাওলাদার, কাওসার মৃধা সহ ট্রলি ও ট্র্যাক্টর মালিক এবং ড্রাইভার গন।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি সকল মালিক ও ড্রাইভারদের লাইসেন্স করা সহ বিভিন্ন দিকনির্দেশনা মুলুক আলোচনা করেন। এবং মাদক সেবন করা থেকে বিরত থাকতে বলেন ও সকল গ্রাহকদের সাথে ভালো ব্যাবহার করতে বলেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here