সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ এর নব যোগদানকৃত শিক্ষকদের বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলি জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তোফা,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী,ইউআরসি ইনেস্টক্টর মাহবুব আলম সিকদার প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন ও সাধারণ সম্পাদক সোহাগ রহমান।
এছাড়াও আরো উপস্থিত থাকেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার গন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিতসহ আরো অনেকে। এসময় প্রধান অতিথি সকল নব যোগদানকৃত শিক্ষকদের আচার আচারন ভালো রেখে সকল কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষিত সুনাগরিক করে তোলার দায়িত্ব পালন করবেন। আপনারা জাতি গড়ার প্রত্যাশা নিয়ে সুশিক্ষায় শিক্ষত করে তোলবেন এটাই আমাদের সকলের আপনাদের কাছে আশা রাখি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here