সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে অবস্থিত চারটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। 
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দ হওয়ার কারণে লোকজনের ঘুম ভেঙে যায়। তারা এসে দেখেন ভয়াবহ আগুনের লেলিহান শিখা। উপকূলীয় চরাঞ্চল হওয়ার কারণে কাছাকাছি কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নেই।
তাই স্থানীয় পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এতে খোকন মুন্সির গার্মেন্টস ও কসমেটিকের দোকান, ফজলু হাওলাদারের  ঢেউটিনের দোকান এবং মোজাম্মেল সরদারের জাল-সুতার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল-হেলাল বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে আমি অবগত হয়েছি।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়-ক্ষতি নিরূপনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা হবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here