সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ মিছিল করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীরা অংশগ্রন করেন।  এ সময় হরতাল বিরোধী স্লোগান দেওয়া হয়।
মিছিলটি পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে,সহ সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাহিন শাহ,পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আহসানুল হক তুহিন, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়,চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ,দিলীপ বনিক,সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
সমাবেশের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম সরদার।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here