সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে মাছের ঘের ও পুকুর। এতে মৎস্য চাষীদের ব্যপক ক্ষতি হওয়ায় মাথায় হাত দিয়ে ক্ষতির পরিমান নির্ণয় করার চেষ্টা করছেন। গত কয়েকদিনে এ বছরের সেরা বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়াবিদরা উল্লেখ করেছেন। টানা বৃষ্টির পানিতে ঘেরের পাড় ভেসে যাওয়ায় মাছ রক্ষা করতে জাল ব্যবহার করা হয়েছে। পানিতে উপজলার শতাধিক মাছের ঘেরসহ পুকুরের মাছ ভেসে গেছে। এতে মাছ চাষীদের ব্যপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড সাহাপাড়ার মাছ চাষী পরেশ দাস বলেন, ‘টানা চারদিনের বৃষ্টির পানিতে আমাদের অনেক ক্ষতি করেছে। ঘের তলিয়ে গিয়ে সব মাছ বের হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ঘেরটি লম্বায় ২০০ ফুট ও পাশে ৬০ ফুট। আমরা ৫ ভাই মিলে ঘেরটিতে ১০ বছর ধরে মাছ চাষ করে আসছি। বৃষ্টির পানিতে প্রায় লক্ষাধিক টাকার মাছ ঘেরের পাড় ও নেটের বেড়া তলিয়ে বের হয়ে গেছে। এখন সরকারীভাবে আমাদের সহায়তা না করা হলে আমরা পথে বসে যাব।
এ বিষয়ে কেশব দাস, রনজিৎ দাস, যাদব দাস ও নরেশ দাস বলেন, প্রতি বছর আমরা এই ঘের থেকে মাছ বিক্রি করে লাভবান হই। এ বছর মাছ চলে যাওয়ায় আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহেব আলী মাতব্বর ও মহিলা কমিশনার রুজি বেগম বলেন, এ ঘেরটা বেশ কয়েক বছর থেকে তারা ৫ ভাই করেছে। বৃষ্টির পানিতে মাছ চলে যাওয়ায় তারা বিপদে আছে।
গলাচিপা পৌরসভার প্যানেল মেয়র বাবু সুশীল বিশ্বাস বলেন, আসলেই ৫ ভাই অসহায়। এরা দীর্ঘদিন ধরে ঘেরটি পরিচালনা করে আসছে। কিন্তু তাদের ঘেরের মাছ চলে যাওয়ায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘প্রতি বছর সরকারীভাবে ঐ ঘেরে মৎস্য অফিস থেকে ১০ কেজি রুই, ১০ কেজি কাতল মাছ দিয়ে থাকি। এ বছরও দিয়েছি।’
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আবেদন দেওয়া হলে বিষয়টি বিবেচনা করা হবে।