বিশেষ প্রতিবেদক, যশোর ::
একদা ছিল বাংলা জুড়ে গরুর গাড়ি। মাঠের ফসল তুলতে যেমন তা কাজে লাগতো তেমনি বিয়ে বা মেয়ে বউ শশুর বাড়ি থেকে আনা নেওয়া করতে লাগতো গরুর গাড়ি। গরুর গাড়ি না থাকলে গৃহকর্তার সন্মান হানি হোত। যে বাড়ি গরুর গাড়ি আর নাঙ্গল না থাকতো সমাজে তার কদর থাকতো না।
দিন বদলেছে। এখন গরুর গাড়ি দেখাটা যেন কপালের গুণ। ছেলে মেয়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে। ভাবটা এ আবার কি। ওদের আর দোষ কি গরুর গাড়ি যে গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে।
যশোর জেলায় সত্যি সত্যি গরুর গাড়ি আছে। রবিবার ৭ জুলাই শার্শা উপজেলার বেড়ি নারানপুরে দেখা গেল পিচ রাস্তার উপর দিয়ে একটি গরুর গাড়ি চলছে। দুপুরের ঘটনা এটি।
গ্রামের এক নারী জানালেন গোলামের ছেলে স্বপন এই গাড়োযান। আর একটি গরুর গাড়িও গ্রামে আছে। তবে তার নাম তিনি বলতে পারলেন না।