পাকিস্তানে সরকার, সেনাবাহিনী এবং সুপ্রিম কোর্টের ত্রিমুখি সংঘাত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে৻

সর্বশেষ ঘটনায় সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে তাকে বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে৻খবর : বিবিসি

সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথেও সরকারের টানাপোড়েন শুরু হয়েছে৻ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সরকারের অস্তিত্ব নিয়ে উদ্বেগ শোনা যাচ্ছে৻

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান মনে হয় এক চূড়ান্ত শক্তি পরীক্ষার দিকে এগুচ্ছে৻

গত কয়েক সপ্তাহে সুপ্রিম কোর্টের এক তদন্তে অংশ নিয়ে শক্তিশালী সামরিক বাহিনী সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে৻ এই তদন্তের ফলে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিপাকে পড়তে পারেন৻

সামরিক বাহিনী নিয়ম লংঘন করেছে এই অভিযোগ এনে সরকার সতর্ক করে দিয়ে বলেছে সরকারের মধ্যে সরকার সৃষ্টি করা হয়েছে৻

সমর্থন

ইসলামাবাদে বিবিসির সংবাদদাতা ইলিয়াস খান বলছেন সুপ্রিম কোর্ট মনে হয় সামরিক বাহিনীকে সমর্থন করছে৻

সুপ্রিম কোর্ট চায় প্রেসিডেন্টসহ শতশত রাজনীতিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা আবার চালু করা হোক৻

মি: জারদারি এবং মি: গিলানী বলেছেন, সরকার সুপ্রিম কোর্টের সব সিদ্ধান্ত কার্যকর করতে চায়না কারণ তারা মনে করেন এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৻

এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মি: গিলানির বিরুদ্ধে আদালত অবমাননা সম্পর্কিত নির্দেশ দিল৻

ইলিয়াস খান মনে করেন গত কিছুদিন ধরে যে অস্থিতিশীলতা চলছিল তা আরও বাড়বে৻

পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার সংসদে একটি প্রস্তাব এনে ভোটাভুটির ব্যবস্থা করেছে৻

ইলিয়াস খান বলছেন, সরকার যদি আরও বেশীদিন টিকে যায় তবে পাকিস্তানে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও দৃঢ় হবে যা নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর স্বার্থবিরোধী কারণ তাদের রয়েছে ব্যবসা-বাণিজ্য৻

তিনি মনে করেন বেসামরিক সরকার কতদিন টিকবে তার অনেকটাই নির্ভর করবে সুপ্রিম কোর্ট বা নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো সরকারকে উৎখাত করতে কতটা বদ্ধপরিকর তার ওপর৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here