বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খাঁন বাবু বলেছেন,দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তারা জনগনের মতামতকে উপেক্ষা করে বাকশালী কায়দায় দেশ শাসন শুরু করছেন। গনতন্ত্রের লেবাসধারী এই সরকারের আমলে মানবাধিকার,সংবাদপত্রের স্বাধিনতা,গনতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার সবই ভুলষ্ঠিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃঞ্চপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ৫ টি কর্মি সমাবেশে বক্তৃতাকালে মাহমুদ হাসান খাঁন বাবু উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সভাপতিত্বে কর্মি সমাবেশে বাবু খাঁন নরসিংদীর মেয়র লোকমান হত্যাকান্ডের প্রসঙ্গ উল্লেখ করে বলেন,দলীয় নেতাকর্মিরা খুন করলেও তারা গ্রেপ্তার হয়না। অথচ,নিরপরাধ একজন পত্রিকা সম্পাদককে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে সরকার প্রমান করেছে তারা বাকশালী কায়দায় দেশ শাসন করতে চাই। আগামীতে সরকার পতনের একদফার আন্দোলন কর্মসূচীতে সকল নেতাকির্মকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
কর্মি সমাবেশ আরো বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আলী,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন খাঁন খোকন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শফিউল্লা,বিএনপি নেতা আহম্মেদ আলী প্রমুখ। পরে তিনি খুলনা বিভাগীয় বিএনপির রোড মার্চ সফল করার জন্য দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া বাজার,পারকেষ্টপুর বাজার ,কামাড়পাড়া,মদনা বিএনপির নেতাকির্মদের সাথে মতবিনিময়ে যোগদেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা