ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

গত ২৪ ঘন্টায় যশোরে ডেঙ্গুতে ১জনের মৃত্যু হয়েছে। এদিকে ২৪ ঘন্টায় যশোরে নতুন করে ৪৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে মৃত জামাল হোসেন (৪৫) যশোরের চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের আলতাফ হোসেনের পুত্র।

২৫০ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে এগারোটার দিকে ডাক্তার তৌহিদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। মৃতের মা জাহিদা বেগম জানিয়েছেন, ৩/৪দিন যাবত বাড়িতে জ্বরে ভুগছিলেন। এ সময় তার শরীরে একটি ফোঁড়া হয়। এরপর গত ১৬ সেপ্টেম্বর তাকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ভাইরাস ধরা পড়ে। পরে ১৮ সেপ্টেম্বর বিকেলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। এ নিয়ে যশোরে ডেঙ্গুর মঠ মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় যশোরে ৪৫ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।। এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাসের সাথে যোগাযোগ তিনি বলেন আমি এখনো কোনো সংবাদ পাইনি। বিষয়টি তিনি সাংবাদিকের মাধ্যমে অবগত হন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here