মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি, পঞ্চগড় ::

জেলায় ভাদ্র মাসের শেষে ও আশ্বিনের শুরুতে বৃষ্টি তাদের মনে স্বস্তি এনে দিয়েছে ।অথচ ৪দিন আগ পর্যন্ত জেলার কৃষকেরা পড়েছিলেন ভীষণ উৎকণ্ঠায়। প্রচুর রোদে কয়েকদিন ধরেই ফেঁটে  চৌচির হয়েছিলো আমন চাষের জমি। এতে জেলায় গত শুক্রবার রাতে এবং গত শনিবার বিকেলে ও রবিবার রাতে বৃষ্টি হওয়ায় সতেজতা ফিরেছে ক্ষেতে।

স্বস্তি এসেছে আমন চাষিদের মনে। কৃষকেরা বলছেন, গত দুইদিনের বৃষ্টি তাদের মনে স্বস্তি এনে দিয়েছে। বৃষ্টি না থাকায় প্রথমে ডিজেলচালিত শ্যালো মেশিনে দিয়ে সেচ দিতে হয়েছে। এতে বাড়তি খরচ করতে হয়েছে। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় ক্ষেতের মাটি ফেঁটে গিয়েছিল। ক্ষেতের ধানগাছ লালচে হয়ে যাচ্ছিল। ভালো ফলনের
আশা ছেড়েই দিয়েছিলাম। তবে গত শুক্রবার রাত এবং গতকাল শনিবার বিকেলে ও রবিবার রাতে বৃষ্টি হওয়ায় সতেজতা ফিরেছে ক্ষেতে। স্বস্তি এসেছে আমনচাষিদের মনে। আমরা আগের তুলনায় আমনের বেশি ফলনের আশা করছি।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় গত অর্থবছরের থেকে ৩৫ হেক্টর জমি বেশি আবাদ
হয়েছে।রোগবালাই পোকামাকড় দমনের পরামর্শ হিসেবে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং ছোট ছোট গ্রুপ করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here