গণমিছিলে যোগ দিয়েছেন খালেদা জিয়া। তিনি প্রধান অতিথির বক্তৃতার পরপরই শুরু হবে বিএনপির গণমিছিল। গণমিছিল পল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে শেষ হবে মগবাজার মোড়ে। গতকাল রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং এ একথা জানান।
মির্জা আলমগীর বলেন, ব্যর্থ সরকারের পদত্যাগ নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশে চারদলীয় জোট ও সমমনাদলগুলোর উদ্যোগে গণমিছিল হয়েছে। গণমিছিলে সরকার পুলিশ লেলিয়ে দেয়। এতে পুলিশের গুলিতে চারজন নিহত হয়। তিনি বলেন, ‘সরকার গতকাল ১৪৪ ধারা জারি করে সভাসমাবেশ মিছিল নিষেধাজ্ঞা দিয়েছিল। আমরা সেজন্য একদিন পিছিয়ে সোমবার গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছি।’