লক্ষ্মীপুরে গত রোববার গণমিছিলের নামে বিএনপি, জামায়াত-শিবিরের তান্ডবলীলার প্রতিবাদে স’ানীয় প্রেসক্লাবে (আজ) সোমবার জেলা আওয়ামীলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি এম আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক একেএম শাহজাহান কামাল, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের প্রমুখ। এসময় জেলা ছাত্রলীগ, যুবলীগ,শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার দিন রোববার বিএনপি ও জামায়াত-শিবির তাদের গণমিছিলের নামে পুরো শহরে আতংক সৃষ্টি করে, শানি- শৃংখলা রক্ষায় নিয়োজিত পুলিশের উপর আক্রমণ করে ক্ষান- হয়নি, পুলিশ আত্ম রক্ষার্থে বিভিন্ন বাড়িঘর এবং শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিলে সেখানেও হামলা করে পুলিশদের আহত ও ভাংচুর করা হয়। নেতৃবৃন্দ ঘটনায় জড়িত সকলের বিচার দাবি করেন।
মিজানুর রহমান মানিক, লক্ষ্মীপুর