গণমাধ্যম গণতন্ত্রের পাহারাদার: তথ্যমন্ত্রীতানসেন আলম, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের রাজনীতি থেকে বিদায় করতে হবে। এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। দেশের মানুষ শান্তি চায়, আগুন সন্ত্রাসীদের হাত থেকে রেহাই চায়। এক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ে তিনি একথা বলেন।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম সম্পাদক জি এম ছহির উদ্দিন সজল।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক লালু, সা: সম্পাদক আরিফ রেহমান, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফরোজা হক রিনা, মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম-সম্পাদক রোকনুজ্জামান রোকন, বগুড়া জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন এমপি, কেন্দ্রীয় সদস্য এ্যাড. ইমদাদুল হক এমদাদ, জেলার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান রতন, হেলাল উদ্দিন আঙ্গুর, আব্দুল হাকিম বেগ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক এ্যাড. আব্দুল লতিফ পশারী ববি, শহর জাসদের সাধারণ সম্পাদক হাসানুল মঞ্জুর দোদুল, সাংগঠনিক আতিকুজ্জামান তুহিন, সদর জাসদের সভাপতি হারুন অর রশিদ, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, প্রেসক্লাবের নব নির্বাচিত সহ-সভাপতি সুমনা রায়, আব্দুস সালাম বাবু, নাজমুল হুদা নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়র হোসেন রানা, কাউছারসহ কমিটির নেতৃবৃন্দ।

হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম হলো গণতন্ত্রের পাহারাদার এবং রক্ষা করে। সেদিক থেকে গনমাধ্যমের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসেবে গনমাধ্যম জনগনের কন্ঠস্বর হবে। জাতির বিবেক হবে। কিন্তু গনমাধ্যম কখনোই উস্কানীর পাত্র হবে না। সংবাদপত্র বা গনমাধ্যম গনতন্ত্রকে প্রসারিত বা বিকশিত করতে সাহায্য করবে। গনতন্ত্রকে আরও জবাবদিহি করতে, স্বচ্ছ এবং গতিশীল রাখতে সাংবাদিকদের বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে।

সভা শেষে মন্ত্রী প্রধানমন্ত্রী প্রদত্ত্ব বগুড়া প্রেসক্লাবের জায়গা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলার কাহালু উপজেলার শেখাহারে জাসদের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এর আগে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here