রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বলেছেন, দেশের জাতীয় পতাকা বহন করার যোগ্যতা অর্জন করা যে কোন সামরিক ইউনিটের জন্য দুলর্ভ ও বিরল সম্মান। জাতির এই আস্থা ধরে রাখার জন্য আপনারা সব সময় সচেষ্ট এবং ত্যাগ শিকারে প্রস্তুত থাকবেন। তিনি বলেন, অনেক ত্যাগ তিথিক্ষা ও আত্মত্যাগের পর দেশে পূর্ণ গনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। একটি সুষ্টু গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালিত হচ্ছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার কোন অপচেষ্টা আমাদের কারো কাছেই কাম্য নয়। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যহত এবং বাধাগ্রস্ত করার সামপ্রতিক একটি ঘ্রন্ন প্রচেষ্টা আমাদের সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। এজন্য তিনি সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ এবং এধরণের অপচেষ্টার বিরুদ্ধে সদা সতর্ক ও সজাগ থাকার পাশাপাশি কমান্ড চ্যানেল অনুসরণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে মহান মুক্তিযুদ্ধের চেতানায় উদ্ধুদ্ধ হয়ে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলি।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের এএমসি (আর্মি মেডিকেল কোর) সেন্টার এন্ড স্কুলকে জাতীয় পতাকা প্রদান প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল মুবিনসহ বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল