জহিরুল ইসলাম শিবলু. লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে নানা আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের এন আহম্মদিয়া স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এডভোকেট জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্যা আল নোমান, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।
পরে সমাবেশস্থল থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।