ঢাকা: বিক্ষোভ সমাবেশ ও জামায়াত-শিবির নিষিদ্ধিসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পপতিবার বিকেল ৫টায় মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।
সম্প্রতি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতির বাসভবনে হামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও মামলার সাক্ষীর বাড়িতে হামলা, মুক্তিযোদ্ধা হত্যা, প্রগতিশীল গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা এবং একাত্তরে মানবতা বিরোধী মামলায় ৩ নভেম্বর আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাইনুদ্দিনের মামলার রায় ঘোষণা উপলক্ষে এসব কর্মসূচি দেয়া হয়েছে।
কর্মসূচির মধ্য রয়েছে- ২ নভেম্বর শনিবার বিকেল ৩টায় শাহবাগ প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ; ৩ নভেম্বর রায় ঘোষণার দিন সকাল ১০টা থেকে প্রজন্ম চত্বরে অবস্থান এবং ৯ নভেম্বর যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে বিকেল ৩টায় ছাত্র-শিক্ষক সমাবেশ।
এসময় ইমরান এইচ সরকার লিখিত বক্তব্য পাঠ করে শুনান। তিনি বলেন, গণজাগরণ মঞ্চ লক্ষ করছে যে, রাজনৈতিক কর্মসূচির আড়ালে যুদ্ধপরাধীদের লালিত সন্ত্রাসীরা মানবতাবিরোধী অপরাধের বিচার সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসভবনেও হামলা করেছে।
কাদের মোল্লার রায় প্রদানকারী সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ও প্রসিকিউটর তুরিন আফরোজের বাড়িতে হামলা হয়েছে।
এমনকি প্রধান বিচারপতির বাসভবনের সামনে হাত বোমা বিস্ফোরণের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এসব সহিংসতা স্পষ্টভাবেই বিচার বিভাগের ওপর আঘাত করার ঘৃণ্য অপতৎপরা।
তিনি আরো বলেন, জামায়াত শিবিরের সন্ত্রাসীরা কুখ্যাত যুদ্ধপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে তাদের বাড়িতে তাণ্ডব চালিয়েছে।
এছাড়াও কুখ্যাত আলবদর নেতা আশারাফুজ্জামান খান ও চৌধুরী মাইনু্দ্দিনের মামলার রায়ের তারিখ ঘোষণা করেছে ট্রাইব্যুনাল যার পরিপ্রেক্ষিতে আমারা এধরনের কর্মসূচি ঘোষণা করছি।