পুলিশের টহল থাকা সত্ত্বেও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সোমবার রাতে যাত্রীবাহি বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা যাত্রীদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নগদ টাকাসহ স্বর্নালংকার লুটে নিয়ে যায়। এ সময়  বাধা দিতে গিয়ে ৫ যাত্রী আহত হয়। পরে যাত্রীদের চিৎকারে পুলিশ পিছু নিয়ে মেঘনা-গোমতী সেতু এলাকায় বাসটিকে থামানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ প্রাইম পরিবহন নামের যাত্রীবাহি বাসের চালক আবুল কালাম ও কন্টাক্টর সালাউদ্দিনকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার তাদের ৫৪ ধারায় আদালতে প্রেরন করলে বিচারক তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়।

জানা গেছে, ঢাকা থেকে কুমিল্লাগামী প্রাইম পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা সেতু অতিক্রম করার পর যাত্রীবেশী ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে চলন্ত বাসে ডাকাতি শুরু করে। এ সময় বাধা দেয়ায় ডাকাতদল ধালালো অস্ত্র দিয়ে ৫ যাত্রীকে জখম করে। এতে যাত্রীরা চিৎকার শুরু করলে টহলরত পুলিশ বাসের পিছু নেয়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গজারিয়া পাখি পয়েন্ট এলাকায় বাস থামিয়ে লুন্ঠিত মালামল নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, বাসের চালক ও কন্টাক্টরের সঙ্গে হেলাল নামের এক ডাকাতের যোগসাজশ থাকার প্রমান পাওয়ায় বাসসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা হয়েছে। আহত যাত্রীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে বলে জানা গেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী সাবিবর আহমেদ/মুন্সিগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here