আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা বলছেন, সেদেশের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশের রাজধানীতে সন্দেহভাজন তালেবান একজন বিধবা মহিলা এবং তার কন্যাকে পাথর ছুঁড়ে এবং পরে গুলি করে হত্যা করেছে।
স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, ঘটনাটি ঘটে গজনি শহরের খাজা হাকিম এলাকায়।
বৃহস্পতিবার সশস্ত্র তালেবান ঐ অল্পবয়স্ক বিধবা মহিলার বাড়ীতে ঢুকে তিনি এবং তার কন্যার বিরুদ্ধে ব্যাভিচারের অভিযোগ আনে।
এরপর তারা দু’জনকে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে আনে এবং রাস্তার পাশে গর্তে পুঁতে তাদের ওপর পাথর ছুঁড়ে মারে।
পরে তালেবান এই দুজনকে গুলি করে হত্যা করে বলে সূত্রগুলো জানাচ্ছে। এই হত্যার জন্য পুলিশ দু’ব্যাক্তিকে আটক করেছে।
গত অক্টোবর মাসেও শাশুড়িকে হত্যার অভিযোগে তালেবান এক মহিলাকে খুন করে।
কাবুল থেকে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন, এই ঘটনাটি ঘটেছে গজনির প্রাদেশিক গর্ভনর, এবং পুলিশ ও গোয়েন্দা প্রধানের অফিস থেকে মাত্র ৩০০ মিটার দূরে।
গজনিতে সহিংসতার মাত্রা গত কয়েক বছরে বেশ বেড়েছে এবং সরকার শহরের নিয়ন্ত্রণ হাতে নেয়ার জন্য এখন প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে।
তালেবান এই শহরে ইতিমধ্যে নিজেদের একজন গর্ভনর এবং কয়েকজন বিচারকও নিয়োগ করেছে।
স্থানীয় রেডিওতে নিয়মিতভাবে তালেবানের গান সম্প্রচার করা হয় এবং শহরের আশেপাশে তালেবান বিদ্রোহীরা প্রকাশ্যেই ঘুরে বেড়ায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাঅতিক ডেস্ক