ভিশন ২০ ২১  কে সামনে রেখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি) খুলনা কর্তৃক আয়োজিত  মানব সম্পদ উন্নয়ন কর্মসূচীর আওতায় ৪টি জেলা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা  জেলার ২০  জন মাস্টার ট্রেইনারদের নিয়ে   ১ম  ব্যাচের এই কর্মশালা  শেষ হয়েছে।   বিসিসি  খুলনা এর নিজ¯^ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই  কর্মশালা শেষ  করা হয়। কর্মশালার উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার, জনাব মশিউর রহমান, সভাপতিত্ব করেন, খুলনা  জেলা প্রশাসক, জমশের আহাম্মদ খন্দকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সত্যেন্দ্র কুমার সরকার। এক ঝাক তরতাজা আইটি প্রেমী উদ্দোমী তর“ণদের সমš^য়ে গঠিত এ মাস্টার ট্রেইনারদের নানামুখি দিক নির্দেশনা দেওয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের ১৬ কোটি মানুষের দায়ভার সরকারের এক্রা পে নেওয়া সম্ভবন নয়। আমাদের সকলকেই নিজ নিজ অবস্থান থেকে এর দায়ভার নিতে হবে। দেশে আইটি জ্ঞান সমৃদ্ধির মাধ্যমে জনগণকে সচেতন ও জ্ঞান বৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। দিকনির্দেশনামূলক ¯^াগত বক্তব্য দেন বিসিরি খুলনা ইনচার্জ  জনাব মনিরুল ইসলাম। তিনি বনিক বার্তাকে বলেন, এই সব মাস্টার ট্রোইনারকে বিসিসির প্রশিণের মাধ্যমে সক্রিয় একটি টিম গঠন করা হবে এবং এই সকল মাস্টার ট্রেইনাররা ¯^-¯^ জেলায় গিয়ে ৬০ জন করে ট্রেইনার তৈরী করবে। যারা দেশে আইটিকে এগিয়ে নেয়ার জন্য নানামুখি পদক্ষেপ গ্রহণ করবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here