খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সড়ক দূর্ঘটনায় ট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হচ্ছে মটরসাইকেল চালক সম্মেলন বিশ্বাস (২৫), আরোহী রুদ্র বিশ্বাস (৪০) ও তার স্ত্রী সানজিতা বিশ্বাস (৪০)। রবিবার দুপুর ১২ টায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তেলবাহী ট্রাক ও একটি গরু বোঝাই ট্রাক আটক করে। এ সময় আমির হোসেন নামে অফর এক ট্রাক চালককেও আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা গ্রামের মধ্য পাড়ার রুদ্র বিশ্বাস (৫০) ও তার স্ত্রী রঞ্জিতা বিশ্বাস (৪০) ভাড়ায় চালিত মটর সাইকেলযোগে উপজেলার পাতিবুনিয়া গ্রামে জামাই বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ সময় মটর সাইকেলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি গরু বোঝাই ট্রাক (চট্রগ্রাম-মেট্রো-ড-৫৯৯) ও আরেকটি তেল বোঝাই ট্রাঙ্ক-লরী (সাতক্ষীরা-ঢ-৪১-০০০৫) দ্রুত গতিতে একে অপরের আগে উঠার চেষ্টা করে। এ সময় গরু বোঝাই ট্রাকটি প্রথমে মটর সাইকেলটিকে ধাক্কা দিলে সড়কের পাশে পড়ে যায়। পরে পেছনে থাকা তেলের ট্রাঙ্ক-লরীটি মটর সাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুদ্র বিশ্বাস ও চালক সম্মেলন মারা যায়। পরে তার স্ত্রী রঞ্জিতা বিশ্বাস হাসপাতালে মারা যায়। এ সময় স্থানীয় জনতা মহাসড়কে যানবহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনা স্থালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয় জনতা গরু বোঝাই ট্রাকসহ চালক আমির হোসেনকে (২৮) এবং ট্রাঙ্ক লরীটি আটক করে পুলিশে দেয়। তবে ট্রাঙ্ক লরীর চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ লাশ ৩টি মর্গে পাঠিয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা