খুলনা মহানগরীর মহেশ্বপাশা খাদ্য গুদামের সামনে খুলনা-যশোর মহাসড়কে বুধবার সকাল ৯টার দিকে একটি প্রাইভেট কারের ধাক্কায় বৃষ্টি (১০) নামে এক পথচারী শিশু আহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং স্প্রিড ব্রেকার স্থাপনের দাবিতে অগ্নিসংযোগসহ সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। আহত শিশু বৃষ্টিকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রাসত্মা পার হওয়ার সময় দুর্ঘটনা কবলিত হয় বলে জানা গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা