খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়ায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী এ,কে,এম, নাইমুল ইসলাম রাজু (৩৫) নামের এক হোমিও চিকিৎক নিহত হয়েছেন।

সোমবার সকালে পত্রিকাবাহী পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, খুলনার সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকার হোমিও চিকিৎসক ও মানবধিকার কর্মী একেএম নাইমুল ইসলাম রাজু সাতক্ষীরা থেকে মটর সাইকেল (খুলনা মেট্রো হ-১১-৬৬৯৮) চালিয়ে খুলনা অভিমুখে আসছিলেন।

এ সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে টহল পুলিশ তার মটর সাইকেল থামানোর জন্য সিগনাল দেয়। এ সময় সে দ্রুত রাস্তার পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী পত্রিকাবাহী পিকআপ ভ্যান (যার নং সাতক্ষীরা-ন ১১-০০৫২)’র সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে তার বাম পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন দ্রুত তাকে ডুমুরিয়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটিসহ চালক ও নিহতের লাশ থানায় নিয়ে যায়।

এদিকে, খবর পেয়ে নিহতের আত্মীয়-স্বজনেরা ডুমুরিয়া থানায় এসে মামলা না করার শর্তে মৃতদেহ নিয়ে যায়। পরে পুলিশ চালকসহ পিকআপ ভ্যানটি ছেড়ে দেয়।

এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি জিডি এন্ট্রি হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here