দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুলনা বিভাগীয় রোড মার্চ এবং ঐতিহাসিক সার্কিট হা্উস ময়দানের জনসভা সফল করতে মহানগর ও জেলা বিএনপির এক যৌথ প্রসত্মতি সভা শনিবার বিকালে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা এম নুরম্নল ইসলাম দাদু ভাই। প্রধান বক্তা ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম। বক্তব্য রাখেন মনিরম্নজ্জামান মনি, অ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাহারম্নজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, ড. মামুন রহমান, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অ্যাড. গাজী আব্দুল বারী, এস এম মোর্শেদ আলম, জলিল খান কালাম, মোলস্না আবুল কাশেম, অ্যাড. ফজলে হালিম লিটন, সিরাজুল ইসলাম, কাওসার জমাদ্দার, অ্যাড. স ম বাবর আলী, অ্যাড. বজলার রহমান, আফতাব জমাদ্দার, রেহেনা ঈসা, স ম আব্দুর রহমান, গাজী তফসীর আহমেদ, ফখরম্নল আলম, আমির এজাজ খান, খান আলী মুনসুর, অধ্যড়্গ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অঅরিফুজ্জামান অপু, মনিরম্নজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আবুল খায়ের, মাহবুব কায়সার, সিরাজুল হক নান্নু, নজরম্নল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, মোল্লা খায়রম্নল ইসলাম, শফিকুল আলম তুহিন, মেহেদী হাসান দীপু, আজিজুল হাসান দুলু, আব্দুর রহিম বক্স দুদু, মনিরম্নল হাসান বাপ্পী, ইউসুফ হারম্নন মজনু, সাজ্জাদ হোসেন তোতন, সাজ্জাদ াাহসান পরাগ, বিপস্নবুর রহমান কুদ্দুস, এমরানুল কবির নাসিম, কাজী মিজানুর রহমান, মজিবর রহমান, আরিফুজ্জামান আরিফ, কামরান হাসান, এস এম কামাল হোসেন, এবাদুল হক রম্নবায়েত প্রমুখ। সভায় ২৬তারিখ ঢাকা থেকে শুরম্ন হওয়া খুলনা বিভাগীয় রোড মার্চ এবং ২৭তারিখ বিকালে খুলনা সার্কিট হাউজ মাঠে ঐতিহাসিক জনসভা সফর করতে বিভিন্ন সিদ্ধানত্ম গ্রহন করা হয়। সভায় রোড মার্চ সফর করতে সার্বিক ব্যবসথাপনা, প্রচার,যোগাযোগ, আবাসন, মঞ্চ সজ্জা, শৃঙ্খলা, মিডিয়া, মঞ্চ ব্যবসত্মাপনা সহ ১২টি উপ কমিটি গঠনের সিদ্দানত্ম নেয়া হয়। জনসভার পূর্বেই প্রসত্মতি পর্বে থানা, ওয়াডয়, ইউনিয়ন, গ্রাম, পাড়া, মহল্লা, হাট বাজার পর্যায়ে ব্যাপক প্রচার প্রচারনা, লিফলেট বিতরন, পোষ্টার, হ্যান্ডবিল, প্রচারনা মিছিল, তোরন নির্মাণ এবং সর্বপরি শহরকে বর্ণাঢ্য সাজে সাজানোর সিদ্ধানত্ম নেয়া হয়। বিবঅগীয় সদর খুলনার এই জনসভায় অনত্মত ৭লাখ মানুষের সমাগম ঘটানো এবং ওই দিন ব্যর্থ অযোগ্য তাবেদার সরকারের পতনের দাবিতে জনস্রোতের মুখে খুলনা শহর অচল করে দাবি আদায়ের বার্তা সরকারের কাছে পৌছে দেয়ার ঘোষলা দেয়া হয়। জনসভার প্রচারনার ড়্গেত্রে কেন্দ্রের নির্দেশনার আলোকে শুধুমাত্র শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার বা প্যানা ব্যানার স্থাপনের নির্দেশ দেয়া হয়। এ সিদ্ধানত্ম অমান্য করলে ব্যবসত্মা গ্রহনের প্রসত্মাব দেয়া হয়।
চারদলীয় জোটের সভা অনুষ্ঠিত ঃ শুক্রবার সন্ধ্যায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালযে চারদলীয় জোটের খুলনা বিভাগীয় রোড মার্চ ও জনসভা উপলড়্গ্য এক প্রসত্মতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম নুরম্নল ইসলাম দাদু ভাইয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরম্নল ইসলাম মঞ্জু এমপি, মহানগর জামায়াতের আমির সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জেলা বিএনপি সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম, বিজেপি সভাপতি অ্যাড. লতিফুর রহমান লাবু, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন, মনিরম্নজ্জামান মনি, অ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাহারম্নজ্জামান মোর্ত্তজা, ড. মামুন রহমান, এস এম মোর্শেদ আলম, জাফরউলস্নাহ খান সাচ্চু, অধ্যাপক আব্দুল মতিন, মাস্টার শফিকুল আলম, আবুল কালাম আজাদ, অ্যাড. গোলাম মোহাম্মদ, মুন্সী মিজানুর রহমান, অধ্যাপক মাহফুজুর রহমান, খান গোলাম রসুল, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ফখরম্নল আলম, আমির এজাজ খান, অধ্যড়্গ তারিকুল ইসলাম, অ্যাড, সিরাজউদ্দিন সেন্টু, অ্যাড. শাহাদাত হোসেন, খান মনিরম্নজ্জামান, মাওলানা নাসিরউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা চারদলীয় জোটের বিভাগীয় রোড মার্চ ও জনসভা সর্বাত্মক সফল করার জন্য সম্মিলিতভাবে সকল মতভেদ ভুলে কাজ করার আহবান জানিয়ে বলেন, ওই দিন ফ্যাসিবাদী ব্যর্থ অযো্গ্য তাবেদার লুটেরা আওয়ামী মহাজোট সরকারের বিরম্নদ্ধে খুলনার সার্কিট হাউজ মাঠ থেকে চরমপত্র পাঠ করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। চারদলীয় জোটকে আরো বেশি সক্রিয় করতে জনসভার পূর্বেই মহানগরের ৫ থানা এবং জেলার ৯ থানার আনুষ্ঠানিকভাবে জোটের একটি প্রসত্মতি সভা ও যৌথ মিছিল এবং একটি পোস্টার ছাপানোর প্রসত্মাব করা হয়। সভায় খুলনায় বিরোধী দলীয রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি পুলিশ প্রশাসনের নির্যাতন নিপীড়নের ঘটনার তব্রি নিন্দা জানানো হয়। রোড মার্চ ও জনসভার প্রসত্মতি পর্বে প্রচার চালাতে গিয়ে যাতে জোটের নেতাকর্মীরা হয়রানির শিকার না হয় সে ব্যাপাও পে্রশাসনকে সতর্ক থাকার আহবান জানানো হয়। এ বিষয়ে প্রশাসনের স্ঙ্েগ একটি বৈঠক করার সিদ্ধানত্ম হয়। কর্মসূচি সফল করতে গঠিত বিভিন্ন উপ কমিটিতে চারদলীয় জোটের শরীক দলের নেতৃবৃন্দকে অনত্মর্ভূক্ত করার প্রসত্মাব দেয়া হয়। বিশেষ করে মঞ্চ, সাজ সজ্জা, অভ্যর্থনা কমিটিতে অনত্মর্ভক্ত করার প্রসত্মাব দেয়া হয়। জনসভার পূর্বে প্রেস ব্রিফিং করার সিদ্দানত্ম নেয়া হয়। সাংবাদিক আইফার রহমানের মৃত্যুতে শোক ঃ দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক আইফার রহমানের মৃত্যুতে গভীর শোক এবং শোক সনত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর সভাপতি নজরম্নল ইসলাম মঞ্জু এমপি, জেলা সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম নগর সাধারন সম্পাদক মনিরম্নজ্জামান মনি, জেলা সাধারন সম্পাদক অ্যাড. এস এম শফিকুল আলম মনা।