শহীদ বুদ্ধিজীবীদেরকে যথাযোগ্য মর্যাদা এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরন করার মধ্য দিয়ে খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ, বিএনপি, খুলনা প্রেসক্লাব, প্রেসক্লাব খুলনা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন। এছাড়া গতকাল বুধবার দুপুরে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুরূপভাবে সকালে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।  মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে  খুলনা প্রেসক্লাবস্থ এমইউজে কার্ষালয়ে  আলোচনা সভা অনুষ্টিত হয়। ইউনিয়নের সভাপতি  মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে ও  সাধারন সম্পাদক হাসান আহমেদ মোল্লার পরিচালনায় বক্তব্য দেন বিএফ ইউজের  সাবেক  সিনিয়র সহ-সভাপতি  আবু তৈয়ব,  খুলনা প্রেস ক্লাবের সাবেক  সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু , এমইউজের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী ও রাশিদুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ সোহরাব হোসেন, খলিলুর রহমান সুমন, এম এ জলিল, মাহবুবুর রহমান মুন্না, আহমেদ মুসা রঞ্জু প্রমুখ। এছাড়া খুলনা প্রেসক্লাব, প্রেসক্লাব খুলনা ও খুলনা সাংবাদিক ইউনিয়ন পৃথক পৃথক আলোচনার আয়োজন করে। খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here