মহান বিজয় দিবস-২০১১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতীয় কর্মসূচীর আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের  আয়োজন করেছে। ১৬ ডিসেম্বর রাত ১২টা এক মিনিটে গলামারী স্বাধীনতা সৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের  কর্মসূচী শুরু হবে। প্রত্যুষে কালেক্টরেট প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে আটটায় খুলনা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। একই স্থানে সকাল ৮টা ৪০ মিনিটে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বিএনসিসি, স্কাউটস, রোভার,  গার্লসগাইড, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল, বেসরকারী বাহিনীর সমাবেশ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণী অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় নগরীর সিনেমা হলসমূহে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণ করা হবে। এ দিন বেলা ১২টা হতে বিকেল চারটা পর্যন্ত বিভাগীয় জাদুঘর বিনা টিকেটে সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে। খুলনা সিটি কর্পোরেশন প্রথমবারের মতো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানাবে। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে বেলা  সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।  দুপুর দুইটায়  হাসপাতাল,  জেলখানা, এতিখানা, শিশুসদন ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে বিশেষ খাবার পরিবেশন করা হবে। স্থানীয় নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শণের জন্য বিআইডবিউটিএ রকেট ঘাটে বেলা দুইটা  হতে সূর্যাস্ত পর্যন্ত  উম্মুক্ত রাখা হবে। জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বাদ জুমা মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত  সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। বেলা সাড়ে তিনটায় পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান এবং বিকেল চারটায় খুলনা স্টেডিয়ামে কেসিসি বনাম জেলা প্রশাসন একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা  ছ’টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানো আয়োজন করা হবে। এদিন স্থানীয় সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ প্রকাশ এবং শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হবে।  বয়রা শিশু পার্ক ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড বিনাটিকেটে শিশুদের জন্য উম্মুক্ত থাকবে। ১৫ ডিসেম্বর শিশু একাডেমীতে সকাল ১০টায় চিত্রাংকন, আবৃত্তি ও দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৬ হতে ১৭ ডিসেম্বর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীতে মুক্তিযুদ্ধের ছবি ও পুস্তক প্রদর্শণী চলবে সকাল ১০টা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, টি২০ ক্রিকেট টূর্নামেন্ট, নৌকাবাইচ, ফুটবল, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করা হবে। উপজেলা পর্যায়ে অনুরূপ অনুষ্ঠানমালারও আয়োজন করা হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here