রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের যুগিহাটি গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী শাহজাহান মোল্লাকে (৫৩) নিজ বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী পারভীন বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রূপসা থানার ওসি আলী নূর জানান, যুগিহাটি গ্রামে শাহজাহানের পাঁচতলা একটি ভবন রয়েছে। ওই ভবনের পুরোটাই পোট্রি ফার্ম। তিনি ওই বাড়ির চিলেকোঠায় নিঃসঙ্গ জীবন যাপন করতেন। তিন মাস আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্ত্রী পারভীনকে তিনি তালাক দেন। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল শুক্রবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই বাড়ির নিচতলায় চলাচলের জন্য ইট দিয়ে তৈরি করা রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, শাহজাহানকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। ওসি জানান, যেহেতু লাশ পাওয়া গেছে তার নিজ বাড়ীতে তাই ছেলে মেয়ে ভাইসহ আত্মীয় স্বজনদেরকেও এ ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। পোল্ট্রি ফার্মের কর্মচারী সজল জানান, গত বৃহস্পতিবার রাতে তিনি তার মালিককে চিলেকোঠার ঘরে তুলে দিয়ে বাড়ি চলে যান। সকাল সাতটায় এসে লাশ দেখতে পান। এলাকাবাসী জানায়, নিহত শাহজাহান প্রচুর জমি এবং অর্থের মালিক। স্ত্রী ও ভাইবোনদের সঙ্গে তার জমিজমা নিয়ে দ্বন্দ্ব ছিল। নিহতের বোন লিলি বেগম জানান, তার ভাইকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক স্ত্রী পারভীনকে আটক করেছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here