র‌্যাব-৬ এর এএসপি মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে র‌্যাবের এশটি দল খুলনা মহানগরের খুলনা সদর থানাধীন ১৩৬ স্যার ইকবাল রোডস্থ হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল (আবাসিক) এর ৩য় তলায় প্রথম লাইনের পূর্ব পার্শ্বে ১২১ ও ১২২ নং কক্ষের মধ্যবর্তী স্থানে তালাবদ্ধ অব্যবহ্নত টয়লেটের ভিতর হতে সপিং ব্যাগের মধ্যে থেকে ১টি বোমা সদৃশ্য জর্দ্দার কোটা উদ্ধার করে। যাহা লাল টেপ দ্বারা আবৃত এবং র্২র্  উচ্চতা এবং র্৫র্  ব্যাসার্ধের। উদ্দারকৃত বোমা সদর থানায় হস্তান্তর করতঃ জিডির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here